Your Cart

Your cart is empty

Go find your favorite products and add them to the cart.

Continue Shopping

Sub Total

Tk


Proceed to Checkout
Adarshopara, Word No-05, Sadar Lalmonirhat | HOTLINE: 01814557125

শবে কদরের দোয়া (হানাফি মতে) | শ্রেষ্ঠ দোয়া ও আমল 🌙✨

শবে কদরের দোয়া (হানাফি মতে) | শ্রেষ্ঠ দোয়া ও আমল 🌙✨

শবে কদর হলো এক মহিমান্বিত রাত, যে রাতে ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। হানাফি মাযহাব মতে, এই রাতে বিশেষ কিছু দোয়া ও আমল রয়েছে, যা নবি (সা.) থেকে বর্ণিত।

শবে কদরের বিশেষ দোয়া:
اللهم إنك عفو تحب العفو فاعف عني
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি।
অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।

📌 বিশেষ আমল:
🔹 বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা।
🔹 নফল নামাজ পড়া (বিশেষ করে তাহাজ্জুদ)।
🔹 দরুদ শরিফ বেশি বেশি পড়া।
🔹 কুরআন তিলাওয়াত করা।
🔹 গোপনে দান-সদকা করা।

এই বরকতময় রাতে সঠিক ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করুন এবং জান্নাতের পথে নিজেকে এগিয়ে নিন। 🌙✨